—রমাদান এলো—
❇️❇️ আহলান - সাহলান
এলো শাহরু রমাদান.....
তিমির জগৎ বুকে আবার এলো-
যে ফিরে, মাগফিরাতের আওবান,
রুপার চাঁদের ডোরে রাতের প্রদীপ গুলো-
গেয়ে যায় নাজাতের গান।
তিমির জগৎ বুকে আবার এলো-
যে ফিরে, মাগফিরাতের আওবান,
রুপার চাঁদের ডোরে রাতের প্রদীপ গুলো-
গেয়ে যায় নাজাতের গান।
এসো হে পথ হারা দাও ডাকে সারা-
রহমের ছায়া নিড়ে.......
নাজাতের বাণী নিয়ে......
রমাদান এলো ফিরে......
এলো ফিরে,
রমাদান এলো ফিরে......
ঈমানের রং দিয়ে রাঙ্গাবে আবার,
আধার এই দিলের বাগান-
সেহরি ও ইফতার আল্লাহ তায়ালা...
দিবেন অশেষ প্রতিদান।
অবারিত রহমত বেশুমার বারাকাত-
অবারিত রহমত বেশুমার বারাকাত,
রাখবে তোমায় ঘিরে......
নাজাতের বাণী নিয়ে......
রমাদান এলো ফিরে......
এলো ফিরে
রমাদান এলো ফিরে......
কোরআনের পাক বাণী ফুটবে মুখে-
কানে তারাবীর তিলাওয়াত,
কদরের রাত ছুঁয়ে ধরায়-
নতুন এক সোনালী প্রভাত।
রাখবে তোমায় ঘিরে নাজাতের বাণী নিয়ে-
রাখবে তোমায় ঘিরে নাজাতের বাণী নিয়ে,
রমাদান এলো ফিরে....
নাজাতের বাণী নিয়ে......
রমাদান এলো ফিরে......
এলো ফিরে
রমাদান এলো ফিরে......
রমাদান এলো ফিরে....
রমাদান এলো ফিরে......
❀ ❀ সমাপ্ত ❀ ❀
অসাধারণ
ReplyDeletePost a Comment