রমজান নিয়ে চমৎকার গজল,Esheche Ramjan gojol lyrics, এসেছে রমজান গজল লিরিক্স, New Islamic song 2022

 


   Ramadan Song

—এসেছে রমজান—

❇️❇️আকাশের মাঝে দেখি চাঁদ হেঁসেছে,

খুশির বার্তা নিয়ে রমজান এসেছে -

আকাশের মাঝে দেখি চাঁদ হেঁসেছে,

খুশির বার্তা নিয়ে রমজান এসেছে। 


✴️✴️আত্মহারা আজ মুমিনের প্রান,

স্বপ্ন দেখতে হবে তাজা ইমান।

আমল বাড়াবে ইমান সাজাবে-

আমল বাড়াবে ইমান সাজাবে,

হয়ে জাবে রবের এক সুপ্রিয় নাম।


💠💠রমজান এসেছে - এসেছে রমজান,

রমজান এসেছে - এসেছে রমজান-

রমজান এসেছে - এসেছে রমজান,

রমজান এসেছে - এসেছে রমজান।


♻️♻️উহিব্বুকা ইয়া রমাদান, 

উহিব্বুকা ইয়া রমাদান- 

উহিব্বুকা ইয়া রমাদান। 


❇️❇️দুনিয়ার মোহে পরে কেটেছে বছর, 

মাসজিদ কোরানের নেই নেই খবর-

দুনিয়ার মোহে পরে কেটেছে বছর, 

মাসজিদ কোরানের নেই নেই খবর।


✴️✴️ভালো কাজ দেখে শুনে আমি ছেড়েছি,

অশুভের কাছে নত হয়ে হেঁসেছি-

সবকিছু ভুলে হাসে মুমিনের প্রান,

স্বপ্ন দেখে হবে তাজা ইমান। 


💠💠রমজান এসেছে - এসেছে রমজান,

রমজান এসেছে - এসেছে রমজান-

রমজান এসেছে - এসেছে রমজান,

রমজান এসেছে - এসেছে রমজান।


♻️♻️উহিব্বুকা ইয়া রমাদান, 

উহিব্বুকা ইয়া রমাদান- 

উহিব্বুকা ইয়া রমাদান। 


❇️❇️অবহেলা করে গেলো এগারোটি মাস,

শান্তির ছায়াতলে ফেলে নিতো শ্বাস-

অবহেলা করে গেলো এগারোটি মাস,

শান্তির ছায়াতলে ফেলে নিতো শ্বাস। 


✴️✴️লোভের পিছনে চলি দুনিয়া আমার,

আখেরাত ভুলে গিয়ে হয়েছি ধরার-

সবকিছু ভুলে হাসে মুমিনের প্রান,

স্বপ্ন দেখে হবে তাজা ইমান। 


💠💠রমজান এসেছে - এসেছে রমজান,

রমজান এসেছে - এসেছে রমজান-

রমজান এসেছে - এসেছে রমজান,

রমজান এসেছে - এসেছে রমজান।


♻️♻️উহিব্বুকা ইয়া রমাদান, 

উহিব্বুকা ইয়া রমাদান- 

উহিব্বুকা ইয়া রমাদান। 


❀ ❀ সমাপ্ত ❀ ❀ 


Post a Comment

Previous Post Next Post