—Morur Dulal—
❇️❇️ মা আমেনার কোলে এলেন...
দ্বীন ইসলামের আল হেলাল,
মা আমেনার কোলে এলেন...
দ্বীন ইসলামের আল হেলাল।
✴️✴️জাহেলিয়াতের আঁধার মুছতে-
জাহেলিয়াতের আঁধার মুছতে,
এলো বুঝি মরুর দুলাল।
💠💠 মা আমেনার....
মা আমেনার কোলে এলেন...
দ্বীন ইসলামের আল হেলাল।
❇️❇️প্রিয় তোমার আগমনে...
জাগলো সারা ত্রিভুবনে,
প্রিয় তোমার আগমনে...
জাগলো সারা ত্রিভুবনে।
✴️✴️লাত মানাতের ফুরালো দিন,
বিজয় এলো এক আল্লাহর দিন-
লাত মানাতের ফুরালো দিন,
বিজয় এলো এক আল্লাহর দিন।
❇️❇️নব রূপে মাতলো ধরা......
আসলো ফিরে নতুন সকাল।
💠💠 মা আমেনার....
মা আমেনার কোলে এলেন...
দ্বীন ইসলামের আল হেলাল।
❇️❇️ধনী-গরীব সাদা-কালো...
কাছে টানলে বাসলে ভাল-
ধনী-গরীব সাদা-কালো...
কাছে টানলে বাসলে ভাল।
✴️✴️যাঁরা ছিল প্রানের দুশমন,
তারাও হলো তেমার আপন-
যাঁরা ছিল প্রানের দুশমন,
তারাও হলো তেমার আপন।
❇️❇️ চারদিকে ছড়িয়ে দিলে...
শান্তি সুখের আলোর মশাল।
💠💠 মা আমেনার....
মা আমেনার কোলে এলেন...
দ্বীন ইসলামের আল হেলাল।
✴️✴️জাহেলিয়াতের আঁধার মুছতে-
জাহেলিয়াতের আঁধার মুছতে,
এলো বুঝি মরুর দুলাল।
❇️❇️ মা আমেনার কোলে এলেন...
দ্বীন ইসলামের আল হেলাল,
মা আমেনার কোলে এলেন...
দ্বীন ইসলামের আল হেলাল।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment