Klanto Hridoy gojol lyrics, ক্লান্ত হৃদয় গজল লিরিক্স, By Mahfuzul Alam, নতুন ইসলামিক গজল 2021



নতুন প্রার্থনামূলক গজল 

ক্লান্ত হৃদয় 

মাহফুজুল আলম 


🔰🔰যদি আঁধারের ঘন ঘটা বেড়িয়ে চলে খুব, 

যদি কামনার নদী টা তে দিয়েই ফেলি ডুব-

যদি পথ ভুলে অলক্ষ্যে হেটে চলি বহুদূর, 


🔰🔰ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর 

    ও প্রভু

     ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর 


🔰🔰যদি জীবনের ভাঁজে ভাঁজে -

লালসার কিট করে ভির,

যদি অশুভের বাহুবলে ভয় করি নত শির-

যদি জীবনের ভাঁজে ভাঁজে -

লালসার কিট করে ভির,

যদি অশুভের বাহুবলে ভয় করি নত শির।


🔰🔰যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই, 

যাতে পরিতাপ তার পানাহ চাই।


💠💠হে প্রভু - হে প্রভু, হে প্রভু - হে প্রভু, 


🔰🔰ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর..... 

ঢেলে দিও তব নূর। 


🔰🔰হেরে যাই বারে বার, 

  মিথ্যার মন্ত্রে-

    সত্যের দেখা নাহি পাই,

 জাগতিক বিলাসে দম্ভভরে চলি-

     ঈমানের বল মনে নাই। 


🔰🔰হেরে যাই বারে বার, 

     মিথ্যার মন্ত্রে-

    সত্যের দেখা নাহি পাই,

 জাগতিক বিলাসে দম্ভভরে চলি-

     ঈমানের বল মনে নাই। 


🔰🔰আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল, 

   প্রশান্তি দাও মনে সুখ অনাবিল। 


💠💠হে প্রভু - হে প্রভু, হে প্রভু - হে প্রভু, 


🔰🔰ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর..... 

ঢেলে দিও তব নূর। 

ঢেলে দিও তব নূর। 

ঢেলে দিও তব নূর। 


 ❀ ❀ সমাপ্ত ❀ 



Post a Comment

Previous Post Next Post