হৃদয়স্পর্শী প্রার্থনা সংগীত
ইয়া মুজিরু
—মাহফুজুল আলম
❇️❇️ ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির,
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির।
❇️❇️ ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির,
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির।
❇️❇️ আমার সেহেরী আমার ইফতার,
আমার নামাজ তোমার জন্যে-
আমার সিজদা আমার সিয়াম,
❇️❇️ ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির,
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির।
❇️❇️ থেকেছি উপবাস,
না ছুইনি কিছু আজ-
ভেবেছি দয়াময়,
হবে তুমি নারাজ-
❇️❇️ থেকেছি উপবাস,
না ছুইনি কিছু আজ-
ভেবেছি দয়াময়,
হবে তুমি নারাজ।
❇️❇️ গোপনে আড়ালে,
তোমারইতো ভয়ে -
তোমারইতো ভয়ে
মাখিনি কালিমা অঙ্গে।
❇️❇️ ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির,
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির।
❇️❇️ রমজান পেয়ে ও,
না করি গুনাহ মাফ,
রয়েছে নাবিজীর,
লা"নত অভিশাপ-
❇️❇️ রমজান পেয়ে ও,
না করি গুনাহ মাফ,
রয়েছে নাবিজীর,
লা"নত অভিশাপ।
❇️❇️ দুর্বল ইমানে,
এ কম জোর ইবাদাত।
দুর্বল ইমানে,
এ কম জোর ইবাদাত-
মাঞ্জুর করে নাও পূন্যে।
❇️❇️ ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির,
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির।
❇️❇️ ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির,
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment