❀ ❀অধম বান্দা❀ ❀
🔰🔰আল্লাহ তোমার নামেরি গান গাই সকাল সন্ধ্যা,
তোমার নামে তোমার সানে এই অধম বান্দা -
আল্লাহ তোমার নামেরি গান গাই সকাল সন্ধ্যা,
তোমার নামে তোমার সানে এই অধম বান্দা।
🔰🔰তুমি রাহিম কারিম সাত্তার,
তুমি খালিক মালিক জাব্বার-
তুমি রাহিম কারিম সাত্তার,
তুমি খালিক মালিক জাব্বার।
🔰🔰সবই তোমার দয়া প্রভু -
সবই তোমার দয়া প্রভু,
সবই তোমার ক্ষমতা।
🔰🔰আল্লাহ তোমার নামেরি গান গাই সকাল সন্ধ্যা,
তোমার নামে তোমার সানে এই অধম বান্দা।
💠💠আল্লাহ...আল্লাহ...আল্লাহ...আল্লাহ।
🔰🔰তুমি আসমানের মালিক,
তুমি জমিনের মালিক,
অপরুপে সাজিয়েছো তুমি চারিদিক।
🔰🔰তুমি আসমানের মালিক,
তুমি জমিনের মালিক,
অপরুপে সাজিয়েছো তুমি চারিদিক।
🔰🔰সৃজন করেছ তুমি সবই,
সৃজন করেছ তুমি সবই-
সবই তোমার করুণা....
🔰🔰আল্লাহ তোমার নামেরি গান গাই সকাল সন্ধ্যা,
তোমার নামে তোমার সানে এই অধম বান্দা।
💠💠আল্লাহ...আল্লাহ...আল্লাহ...আল্লাহ।
🔰🔰এই কন্ঠে দিলে সুর লাগে কত যে মধুর,
চাই পেতে চাই ওগো প্রভু তোমার প্রেমের নূর -
এই কন্ঠে দিলে সুর লাগে কত যে মধুর,
চাই পেতে চাই ওগো প্রভু তোমার প্রেমের নূর।
🔰🔰তোমার রঙে রঙিন হয়,
তোমার রঙে রঙিন হয়-
কাটাতে চাই সারা বেলা....
🔰🔰আল্লাহ তোমার নামেরি গান গাই সকাল সন্ধ্যা,
তোমার নামে তোমার সানে এই অধম বান্দা -
আল্লাহ তোমার নামেরি গান গাই সকাল সন্ধ্যা,
তোমার নামে তোমার সানে এই অধম বান্দা।
🔰🔰তুমি রাহিম কারিম সাত্তার,
তুমি খালিক মালিক জাব্বার-
তুমি রাহিম কারিম সাত্তার,
তুমি খালিক মালিক জাব্বার।
🔰🔰সবই তোমার দয়া প্রভু -
সবই তোমার দয়া প্রভু,
সবই তোমার ক্ষমতা।
🔰🔰আল্লাহ তোমার নামেরি গান গাই সকাল সন্ধ্যা,
তোমার নামে তোমার সানে এই অধম বান্দা -
আল্লাহ তোমার নামেরি গান গাই সকাল সন্ধ্যা,
তোমার নামে তোমার সানে এই অধম বান্দা।
💠💠আল্লাহ...আল্লাহ...আল্লাহ...আল্লাহ।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment