Musafir gojol lyrics, মুসাফির গজল লিরিক্স, New Islamic song

 


  

   MUSAFIR 

মুসাফির

🔰🔰জীবনের পথ ধরে হেটে চলি রোজ, 

কেটে যায় হায়াতের দিন -

জানিনা কভু কোথায় উঠবে বেজে,

এ বেলার বিদায়ের বীণ।


🔰🔰জীবনের পথ ধরে হেটে চলি রোজ, 

কেটে যায় হায়াতের দিন -

জানিনা কভু কোথায় উঠবে বেজে,

এ বেলার বিদায়ের বীণ।


🔰🔰পড়ে রবে হৃদয়ের সাত রঙা ক্যানভাস, 

 থেমে যাবে সফরের রথ.....


💠💠কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত,

কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত-

কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত।


🔰🔰শখের এই টাকা কড়ি দালান বাড়ি,

কিছুই তো রবে না অমর।

শুভ্র বসন গাঁয়ে যেতে হবে একদিন,

অচিন এই আঁধার কবর। 


🔰🔰শখের এই টাকা কড়ি দালান বাড়ি,

কিছুই তো রবে না অমর।

শুভ্র বসন গাঁয়ে যেতে হবে একদিন,

অচিন এই আঁধার কবর। 


🔰🔰থাকতে সময় ফিরে এসো অবোধ মন,

ঐ ডাকে কোরানের পথ....


💠💠কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত,

কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত-

কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত।


🔰🔰এ ধরার মিছে মোহ মায়াতে ডুবে,

করেছি তোমায় আমি পর-

নাফরমানির রশি টেনে চলি অবিরাম,

নেই বুকে মরনের ডর।


🔰🔰এ ধরার মিছে মোহ মায়াতে ডুবে,

করেছি তোমায় আমি পর-

নাফরমানির রশি টেনে চলি অবিরাম,

নেই বুকে মরনের ডর।


🔰🔰অপার রহম দিয়ে মুক্তি দিও সেদিন,

বসবে তোমার আদালত....


💠💠কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত,

কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত-

কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত।


  ❀ ❀ সমাপ্ত ❀ ❀ 




1 Comments

Post a Comment

Previous Post Next Post