Janaza
🔰🔰 কত জানাযার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন-
কত জানাযার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন।
🔰🔰কোথায় যেন আছে আমারও.....
তৈরি সাদা কাফন....
🔰🔰জানাযার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন।
কত জানাযার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন।
🔰🔰আমার তরী বাঁধায় আছে-
কোন সে খেয়া ঘাটে,
কোন মাসজিদে এলান হবে,
শোয়াবে শেষ খাটে।
🔰🔰আমার তরী বাঁধায় আছে-
কোন সে খেয়া ঘাটে,
কোন মাসজিদে এলান হবে,
শোয়াবে শেষ খাটে।
🔰🔰কখন কোথায় করবে দাফন-
আমাকে সজন।
🔰🔰জানাযার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন।
কত জানাযার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন।
🔰🔰কোন বাতাসে কোথায় যেন-
দুলছে বাঁশের ঝাড়,
কোন সে মাটি কোন খানে,
ডাকেরে বারবার।
🔰🔰কোন বাতাসে কোথায় যেন-
দুলছে বাঁশের ঝাড়,
কোন সে মাটি কোন খানে,
ডাকেরে বারবার।
🔰🔰কোথায় যেন বর যাত্রী -
আছে রে চারজন।
🔰🔰জানাযার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন।
কত জানাযার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন।
কত জানাযার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment