✴️জাগবে আরাকান✴️
🔰🔰জাগবে আরাকান,
বাঁচবে আরাকান,
লড়বে আরাকান,
🔰🔰ওই শোনো আজান,
ওই শোনো আজান-
ওই শোনো আজান,
ওই শোনো আজান।
🔰🔰জাগবে আরাকান,
বাঁচবে আরাকান,
লড়বে আরাকান,
🔰🔰ওই শোনো আজান,
ওই শোনো আজান-
ওই শোনো আজান,
ওই শোনো আজান।
🔰🔰এই মাটিতে বসত তাদের -
হাজার বছর ধরে,
ঘর ফোড়ালেও ফিরবে-
তারা আবার নিজের ঘরে-
🔰🔰এই মাটিতে বসত তাদের -
হাজার বছর ধরে,
ঘর ফোড়ালেও ফিরবে-
তারা আবার নিজের ঘরে।
🔰🔰বাঁচবে লড়াই করে,
ওরা বাঁচবে লড়াই করে-
বাঁচবে লড়াই করে,
ওরা বাঁচবে লড়াই করে।
🔰🔰তপ্ত লাভায় রূপ নেবে সব,
ক্ষিপ্ত মাজলুমান।
🔰🔰জাগবে আরাকান,
বাঁচবে আরাকান,
লড়বে আরাকান,
🔰🔰ওই শোনো আজান,
ওই শোনো আজান-
ওই শোনো আজান,
ওই শোনো আজান।
🔰🔰নাফ তরঙ্গ খুফতো সাগর,
পাহাড় বনাঞ্চলে
নিভে যাওয়া ছাই থেকে আবার,
উঠতে আগুন জলে
সেই সে আগুন ছড়িয়ে যাবে,
মায়ানমারের বুকে,
চীন-ভারতের সাধ্য কি আর,
সেই দাবানল রুখে।
🔰🔰মরবে কপাল ঠুকে,
ওরা মরবে কপাল ঠুকে-
মরবে কপাল ঠুকে,
ওরা মরবে কপাল ঠুকে।
🔰🔰লেজ গুটাবে স্বার্থ পাগল,
পশ্চিমা শয়তান।
🔰🔰জাগবে আরাকান,
বাঁচবে আরাকান,
লড়বে আরাকান,
🔰🔰ওই শোনো আজান,
ওই শোনো আজান-
ওই শোনো আজান,
ওই শোনো আজান।
🔰🔰লতাপাতা ঘাস খেয়ে যারা-
আজ পালিয়ে বেড়ায় বনে,
বন্দুক হাতে ছুটবে -
তারাই মুক্তি রণাঙ্গনে
মৃত্যু তাদের শক্তি জোগাবে-
সাহস জোগাবে ভয়,
নেই হারাবার কিছুই যে আর -
সামনে এবার জয়,
🔰🔰জিতবে সুনিশ্চয়,
ওরা জিতবে সুনিশ্চয়
জিতবে সুনিশ্চয়,
ওরা জিতবে সুনিশ্চয়
🔰🔰আজ কি বা কাল উড়বে তাদের,
তৃপ্ত জয়ও নিশান।
🔰🔰জাগবে আরাকান,
বাঁচবে আরাকান,
লড়বে আরাকান,
🔰🔰ওই শোনো আজান,
ওই শোনো আজান-
ওই শোনো আজান,
ওই শোনো আজান।
সমাপ্ত
Post a Comment