—রঙের মেলা—
❇️❇️এই দুনিয়া রঙের মেলা,
বেলা শেষে আঁধার,
ডাকছে তোরে কবর ঘর-
✴️✴️এই দুনিয়া রঙের মেলা,
বেলা শেষে আঁধার,
ডাকছে তোরে কবর ঘর।
❇️❇️কত বরাই কত লড়াই -
করেছো জীবন ভর,
ডাক আসিলে আজরাইল -
তোকে দিবে না তো ছাড়।
✴️✴️কত বরাই কত লড়াই -
করেছো জীবন ভর,
ডাক আসিলে আজরাইল -
তোকে দিবে না তো ছাড়।
❇️❇️সব ক্ষমতা চূর্ণ হবে,
সব ক্ষমতা চূর্ণ হবে-
পড়ে রবে অসার।
💠💠ডাকছে তোরে কবর ঘর-
ডাকছে তোরে কবর ঘর।
❇️❇️থাকতে সময় আসো ফিরে....
শান্তি-সুখের নিরে—
জপো তারে হৃদয় জুড়ে,
আলোয় যাবে ভরে.....
✴️✴️থাকতে সময় আসো ফিরে....
শান্তি-সুখের নিরে—
জপো তারে হৃদয় জুড়ে,
আলোয় যাবে ভরে.....
❇️❇️দুঃখ বেথার বিলিন হবে,
দুঃখ বেথার বিলিন হবে-
পাবে তুমি পার।
💠💠ডাকছে তোরে কবর ঘর-
ডাকছে তোরে কবর ঘর।
✴️✴️এই দুনিয়া রঙের মেলা,
বেলা শেষে আঁধার,
ডাকছে তোরে কবর ঘর।
💠💠ডাকছে তোরে কবর ঘর-
ডাকছে তোরে কবর ঘর।
💠💠ডাকছে তোরে কবর ঘর-
ডাকছে তোরে কবর ঘর।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment