মন মাতানো সুরে নতুন গজল
—গুন গুন —
❇️❇️ গুন গুন করে মৌ,
কার গান গায়-
দল বাঁধে পিপীলিকা,
তাঁর ইশারায়।
❇️❇️ গুন গুন করে মৌ,
কার গান গায়-
দল বাঁধে পিপীলিকা,
তাঁর ইশারায়।
❇️❇️ ছোট বড় পাখি গুলো করে কলরব,
মনে হয় ডানা মেলে ডাকি আরো-
ছোট বড় পাখি গুলো করে কলরব,
মনে হয় ডানা মেলে ডাকি আরো।
❇️❇️ডালে ডালে কচি পাতা দোল খায় গাছে,
খুশি মনে যেন বলে প্রভুদার আছে -
ডালে ডালে কচি পাতা দোল খায় গাছে,
খুশি মনে যেন বলে প্রভুদার আছে।
🔆🔆 কলকাকলির ডাকে নীলিমারা আজ,
❇️❇️ গুন গুন করে মৌ,
কার গান গায়-
দল বাঁধে পিপীলিকা,
তাঁর ইশারায়।
❇️❇️ গুন গুন করে মৌ,
কার গান গায়-
দল বাঁধে পিপীলিকা,
তাঁর ইশারায়।
❇️❇️ঝিঝি পোকা ওই পোকা খুবই ছোট প্রাণী,
সন্ধ্যায় প্রভু ডাকে দেয় হাত ছানি-
ঝিঝি পোকা ওই পোকা খুবই ছোট প্রাণী,
সন্ধ্যায় প্রভু ডাকে দেয় হাত ছানি।
❇️❇️ নদী নালা সাগরে যত প্রাণী থাকে,
তাসবীর ঢেউ ওরা তোলে বাঁকে বাঁকে -
নদী নালা সাগরে যত প্রাণী থাকে,
তাসবীর ঢেউ ওরা তোলে বাঁকে বাঁকে।
🔆🔆 সৃষ্টির সব খানে দেখি যে তোমায়,
❇️❇️ গুন গুন করে মৌ,
কার গান গায়-
দল বাঁধে পিপীলিকা,
তাঁর ইশারায়।
❇️❇️ গুন গুন করে মৌ,
কার গান গায়-
দল বাঁধে পিপীলিকা,
তাঁর ইশারায়।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment