—ফুল ফোটে যেমন—
❇️❇️ফুল ফোটে ঝড় তেমন খোদার বাগানে,
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে-
ফুল ফোটে ঝড় তেমন খোদার বাগানে,
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে।
❇️❇️ তাই থাকতে সময়..........
তাই থাকতে সময় নাও বুঝে ভাই -
জীবনের মানে,
সব আছে লেখা দেখে নাও-
ঐ আয়াত কোরআানে।
❇️❇️ফুল ফোটে ঝড় তেমন খোদার বাগানে,
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে-
ফুল ফোটে ঝড় তেমন খোদার বাগানে,
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে।
❇️❇️এই দুনিয়াতে আজ যতই করো আমার আমার,
চোখ বুঁজে দেখো লাগবে তোমার শুধু যে আঁধার-
যাদের প্রেমে তে তুমি গো আজ হলে দেওয়ানা,
এরা যেনে নাও কেউ কবরের সাথী হবে না।
❇️❇️কেউ বোঝা তোমার.........
কেউ বোঝা তোমার নিবে না ভাই-
হাশর ময়দানে,
কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে।
❇️❇️ফুল ফোটে ঝড় তেমন খোদার বাগানে,
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে-
ফুল ফোটে ঝড় তেমন খোদার বাগানে,
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে।
❇️❇️এই মহল কোঠা সোনা দানা সব পড়ে রবে,
এ সব কবরে নিয়ে গেছে কে বলো কবে-
দু-গজ জমি ক-এক গজের ঐ সাদা কাঁপন,
শুধু এই টুকু তেই হবে তোমার জেনে নাও দাফন।
❇️❇️ যা বুঝি তোমার..........
যা বুঝি তোমার এখনো তার-
বুঝলে না মানে
কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে।
❇️❇️ফুল ফোটে ঝড় তেমন খোদার বাগানে,
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে-
ফুল ফোটে ঝড় তেমন খোদার বাগানে,
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে।
🔆🔆 আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে,
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে-
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment