জনপ্রিয় শিল্পীদের গজল,Gaije Tomar Gaan gojol lyrics, গাই যে তোমার গান গজল লিরিক্স, New Islamic song 2022



গাই যে তোমার গান

❇️❇️ রহিম রহমান গাই যে তোমার গান,

  প্রভু মহীয়ান  গাই যে তোমার শান-

রহিম রহমান গাই যে তোমার গান,

  প্রভু মহীয়ান  গাই যে তোমার শান।


   🔆🔆সৃজিলে যতন করে সারা জাহান-


❇️❇️রহিম রহমান গাই যে তোমার গান,

  প্রভু মহীয়ান  গাই যে তোমার শান।


❇️❇️ সাগর নদী ঝর্ণা ধারা  তোমার করুণায়,

   স্রোতের টানে যায় বয়ে যায় সুদূর অজানায়-

        সাগর নদী ঝর্ণা ধারা  তোমার করুণায়,

     স্রোতের টানে যায় বয়ে যায় সুদূর অজানায়।


🔆🔆ঢেউয়ে ঢেউয়ে যিকির করে কলো কলোতান...


❇️❇️রহিম রহমান গাই যে তোমার গান,

  প্রভু মহীয়ান  গাই যে তোমার শান।


❇️❇️তোমার রহম ছড়িয়ে দিলে সারা দুনিয়ায়, 

     পাক পাখালির তরুলতা.....

তোমারই গান গায়-


❇️❇️তোমার রহম ছড়িয়ে দিলে সারা দুনিয়ায়, 

     পাক পাখালির তরুলতা.....

তোমারই গান গায়।


🔆🔆তোমর নিপুণ হাতে গড়া  জমিন ও আসমান।


❇️❇️রহিম রহমান গাই যে তোমার গান,

  প্রভু মহীয়ান গাই যে তোমার শান।


 🔆🔆সৃজিলে যতন করে সারা জাহান-


❇️❇️ রহিম রহমান গাই যে তোমার গান,

  প্রভু মহীয়ান  গাই যে তোমার শান-

রহিম রহমান গাই যে তোমার গান,

  প্রভু মহীয়ান  গাই যে তোমার শান -

প্রভু মহীয়ান  গাই যে তোমার শান।


   ❀ ❀ সমাপ্ত ❀ ❀ 


Post a Comment

Previous Post Next Post