—জান্নতেরই ফুল—
❇️❇️ফুটলো আরব মরুর বুকে জান্নতেরই ফুল,
আঁধার ধরায় আলোর দিশা ফেলো মানব কূল-
ফুটলো আরব মরুর বুকে জান্নতেরই ফুল,
আঁধার ধরায় আলোর দিশা ফেলো মানব কূল।
❇️❇️সে যে আমার কামলি ওয়ালা -
সে যে আমার কামলি ওয়ালা,
মুহাম্মাদ রাসূল.......
জান্নতেরই ফুল।
❇️❇️ফুটলো আরব মরুর বুকে জান্নতেরই ফুল,
আঁধার ধরায় আলোর দিশা ফেলো মানব কূল।
❇️❇️মাওলা তেরা - মাওলা তেরা -
মাওলা তেরা নূর,
মাওলা তেরা - মাওলা তেরা -
মাওলা তেরা নূর।
❇️❇️লাত মানাতের দিন হলো শেষ-
আসলো সঠিক জতি,
লাশ হলো সব জাহিলি রেশ -
ভাঙলো যে সব ত্রুটি-
❇️❇️লাত মানাতের দিন হলো শেষ-
আসলো সঠিক জতি,
লাশ হলো সব জাহিলি রেশ -
ভাঙলো যে সব ত্রুটি-
❇️❇️এনেছেন যে এ দুনিয়ায়-
এনেছেন যে এ দুনিয়ায়,
শান্তি সুকতুল.....
মুহাম্মাদ রাসূল।
❇️❇️ফুটলো আরব মরুর বুকে জান্নতেরই ফুল,
আঁধার ধরায় আলোর দিশা ফেলো মানব কূল।
❇️❇️মাওলা তেরা - মাওলা তেরা -
মাওলা তেরা নূর,
মাওলা তেরা - মাওলা তেরা -
মাওলা তেরা নূর।
❇️❇️হিদায়াতের পথ দেখালে গোমরাহি মত মুছে,
আলো হয়ে যার আগমন আঁধার গেলো ঘুচে -
হিদায়াতের পথ দেখালে গোমরাহি মত মুছে,
আলো হয়ে যার আগমন আঁধার গেলো ঘুচে।
❇️❇️খতমে নাবী শ্রেষ্ঠ রাসূল,
দ্বীন প্রচারে ছিলেন বেকূল
শুয়ে আছেন দূর মাদিনায়
জান্নাতী বুল-বুল.....
জান্নতেরই ফুল।
❇️❇️ফুটলো আরব মরুর বুকে জান্নতেরই ফুল,
আঁধার ধরায় আলোর দিশা ফেলো মানব কূল-
ফুটলো আরব মরুর বুকে জান্নতেরই ফুল,
আঁধার ধরায় আলোর দিশা ফেলো মানব কূল।
❇️❇️আঁধার ধরায় আলোর দিশা ফেলো মানব কূল,
আঁধার ধরায় আলোর দিশা ফেলো মানব কূল।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment