হৃদয়স্পর্শী মরমী গজল
আমার মনের সকল আশা
—শিল্পী তাওহিদ জামিল—
❇️❇️ আমার মনের সকল আশা,
শেষ তো হবে না.....
এমন করে যাব চলে,
কেউ তো বুঝবে না....
❇️❇️ আমার মনের সকল আশা,
শেষ তো হবে না.....
এমন করে যাব চলে,
কেউ তো বুঝবে না....
❇️❇️ কত জন যে গেছে চলে-
কত আশা ছেড়ে।
আশায় আশায় জীবনটাকে,
রেখে গেছে ঘোরে-
❇️❇️ কত জন যে গেছে চলে,
কত আশা ছেড়ে।
আশায় আশায় জীবনটাকে,
রেখে গেছে ঘোরে।
🔅🔅মরন নামের প্রলয় থেকে মুক্তি পাবে না.....
❇️❇️ এমন করে যাব চলে,
কেউ তো বুঝবে না....
❇️❇️ দালান কোঠা বাড়ি গাড়ি -
সব-ই রবে পরে,
একাই একাই থাকতে হবে,
নিকস আঁধার ঘরে-
❇️❇️ দালান কোঠা বাড়ি গাড়ি -
সব-ই রবে পরে,
একাই একাই থাকতে হবে,
নিকস আঁধার ঘরে।
🔅🔅কেউ রবে না চিরতরে সবার-ই জানা........
❇️❇️ এমন করে যাব চলে,
কেউ তো বুঝবে না....
❇️❇️ আমার মনের সকল আশা,
শেষ তো হবে না.....
এমন করে যাব চলে,
কেউ তো বুঝবে না....
❀ ❀ সমাপ্ত ❀ ❀
অসাধারন
ReplyDeletePost a Comment