রমজানের হৃদয়স্পর্শী নতুন গজল,Tohfae Ramadan Gojol lyrics, তোহফাহে রমাদান গজল লিরিক্স,New Song 2022

 


তোহফায়ে রমাদান—

❇️❇️হৃদয় আকাশে উঠে বারাকার চাঁদ, 

ভুলতে জীবনের-ই অজানা বিষাদ-

করতে আলোকিত আঁধার এই পরান,

ভো কাই দারে দারে সুখের-ই আজান।


❇️❇️ক্ষমার চাদর মোরে সকল হৃদয় জুড়ে-

উঠছে দিকে দিকে মুক্তির গান।


     🔆🔆তোহফায়ে রমাদান-উল মোবারক,

     তোহফায়ে রমাদান-উল মোবারক।


❇️❇️রমাদানে মুমিনের বার্ত আখওয়া,

ধরা দমে বহে যে শান্তির হাওয়া-

রমাদানে মুমিনের বার্ত আখওয়া,

ধরা দমে শান্তির বহে যে হাওয়া।


❇️❇️যে মাসে কোরআন নামে এ ধরায়,

তেলাওয়াতে মুখরিত সব হৃদয়-

সাহরির বারকাতে রাতের ইবাদাতে..

রহমের দরজা সব খুলে যায়।

   

      🔆🔆তোহফায়ে রমাদান-উল মোবারক,

       তোহফায়ে রমাদান-উল মোবারক।


❇️❇️যে মাসে হাত তোলে সব গুনাহগার,

অবিরাম ক্ষমা করেন প্রভু পরওয়ার- 

যে মাসে হাত তোলে সব গুনাহগার,

অবিরাম ক্ষমা করেন প্রভু পরওয়ার 


❇️❇️হাজারো রাতের সেরা কদরের রাত,

আনে সে জীবনের নতুন প্রভাত-

সদকা ও জাকাতে সিয়াম সাধোনাতে,

কাটুক জীবন হতে হিংসা নিপাত। 


    🔆🔆তোহফায়ে রমাদান-উল মোবারক,

    তোহফায়ে রমাদান-উল মোবারক।

   তোহফায়ে রমাদান-উল মোবারক,

   তোহফায়ে রমাদান-উল মোবারক।


❀ ❀ সমাপ্ত ❀ ❀ 


Post a Comment

Previous Post Next Post