রমজানের সেরা গজল, Elo Prio Ramjan gojol lyrics, এলো প্রিয় রমজান গজল লিরিক্স, By Husain Adnan,New song 2022


—এলো- 

—প্রিয় রমজান —

❇️❇️নেক বাগানে ফুল ফুটেছে হরেক রকম ফুল,

আমল স্রোতে যাচ্ছে ভেসে গুপ্ত বনের ভুল-

নেক বাগানে ফুল ফুটেছে হরেক রকম ফুল।


❇️❇️মুমিন মনে খুশির হাসি রমাদানে দিবানিশি-

মুমিন মনে খুশির হাসি রমাদানে দিবানিশি,

চাওয়ার মত চাইলে পরে সব হবে কবুল।


❇️❇️নেক বাগানে ফুল ফুটেছে হরেক রকম ফুল,

আমল স্রোতে যাচ্ছে ভেসে গুপ্ত বনের ভুল-

নেক বাগানে ফুল ফুটেছে হরেক রকম ফুল।


🔆🔆 এলো রমাদান - এলো রমাদান,

এলো রমাদান - এলো রমাদান।


❇️❇️সারা বেলা রোজা শেষে ইফতারের ঐ সুখ,

প্রশান্তিতে দেয় ভরে রোজাদারের বুক


❇️❇️শুকরিয়াতে হাসে আঁখি, 

রহমতের পরশ মাখি-

শুকরিয়াতে হাসে আঁখি, 

রহমতের পরশ মাখি।

নামাজেতে ছুয় যে গোলাম রবের চরন কোল...


❇️❇️নেক বাগানে ফুল ফুটেছে হরেক রকম ফুল,

🔆🔆 এলো রমাদান - এলো রমাদান,

এলো রমাদান - এলো রমাদান।


 ❇️❇️তাহাজ্জুদে একা একা চলে ইবাদাত, 

রমাদনে লাখো পাপী  পায় গো হিদায়াত


❇️❇️রহম করেন কা'বার মালিক, 

ধনী গরীব সবাইকে ঠিক-

রহম করেন কা'বার মালিক, 

ধনী গরীব সবাইকে ঠিক।

অনুতাপে কেঁদে যদি ক্ষমা চায় আকুল....


❇️❇️নেক বাগানে ফুল ফুটেছে হরেক রকম ফুল,

মুমিন মনে খুশির হাসি রমাদানে দিবানিশি-

মুমিন মনে খুশির হাসি রমাদানে দিবানিশি,

চাওয়ার মত চাইলে পরে সব হবে কবুল।


❇️❇️মুমিন মনে খুশির হাসি রমাদানে দিবানিশি-

মুমিন মনে খুশির হাসি রমাদানে দিবানিশি,

চাওয়ার মত চাইলে পরে সব হবে কবুল।


🔆🔆 এলো রমাদান - এলো রমাদান,

এলো রমাদান - এলো রমাদান।

 

❀ ❀ সমাপ্ত ❀  ❀ 


Post a Comment

Previous Post Next Post