—বন্ধু -
—ভুলে যেওনা কখনো —
"শিল্পী আইনুদ্দীন আল আজাদ "
❇️❇️বন্ধু..........ভুলে যেওনা কখনো,
যেখানেই থাকো যেভাবেই থাকো-
যেখানেই থাকো যেভাবেই থাকো,
মনে রেখো আমিও আছি তখনো।
❇️❇️বন্ধু..........ভুলে যেওনা কখনো,
এক সাথে চলেছি এক পথে চলেছি-
এক সুরে গেয়েছি গান,
মিলে মিশে থেকেছি-
এমন-ই যেন এক দেহ এক প্রাণ।
❇️❇️আজ কত দুরে কে বা কোন শহরে-
আজ কত দুরে কে বা কোন শহরে,
আমি আছি...............
আমি আছি কাছে তে যেন।
❇️❇️বন্ধু..........ভুলে যেওনা কখনো,
স্বার্থের সুবাদে জীবিকার তাগিদে-
জানি না কে আজ কোথায়,
মনে পড়ে যখন-ই কাতর হয়ে যাই-
কাতরে ওঠি গো বিয়োগ বেথায়।
❇️❇️স্মৃতিগুলো যতো ছিল শত শত-
স্মৃতিগুলো যতো ছিল শত শত,
ভুলিনি এক চিলতে তার এখনো।
❇️❇️বন্ধু..........ভুলে যেওনা কখনো,
এক সাথে লড়েছি খেলারো মাঠে-
আড্ডা চলেছে কত........
একসাথে মিছিলে সংগ্রামে,
রাজপথে বাঁধা সয়েছি শত শত।
❇️❇️স্মৃতিগুলো আড়ালে যাই নি তবু ভুলে-
স্মৃতিগুলো আড়ালে যাই নি তবু ভুলে,
ভুলিনি...........তুমিও ভুলো না কখনো।
❇️❇️বন্ধু..........ভুলে যেওনা কখনো,
যেখানেই থাকো যেভাবেই থাকো-
যেখানেই থাকো যেভাবেই থাকো,
মনে রেখো আমিও আছি তখনো।
বন্ধু..........ভুলে যেওনা কখনো।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment