হৃদয়স্পর্শী নতুন গজল
—সময়তো -
চলে যায়—
❇️❇️ সময় তো কেটে যায় হেলায় খেলায়,
সওদা কি নিবি মন যাবার বেলায়-
সময় তো কেটে যায় হেলায় খেলায়,
সওদা কি নিবি মন যাবার বেলায়।
❇️❇️পাপের পৃথিবীতে আপন তো কেউ নেই,
দম ফুরালে সব হয় পর-
মিথ্যে মায়াতে গড়লি প্রাসাদ বাড়ি,
ভুলিস না মন তুই যাযাবর।
❇️❇️পাপের পৃথিবীতে আপন তো কেউ নেই,
দম ফুরালে সব হয় পর-
মিথ্যে মায়াতে গড়লি প্রাসাদ বাড়ি,
ভুলিস না মন তুই যাযাবর।
❇️❇️কত অভিমান জমে দু-চোখে তোর,
ভাবিস কি কভু নিরালায়।
🔰🔰 ওও
❇️❇️ সময় তো কেটে যায় হেলায় খেলায়,
সওদা কি নিবি মন যাবার বেলায়।
❇️❇️ক্ষনিকের সফরে ভোগের কমতি নেই,
সপ্নে রা ভীড় করে জীবনে-
আয়ু কমে কমে আসবে যাওয়ার দিন,
বিদায়ের পালকি টা উঠনে।
❇️❇️ক্ষনিকের সফরে ভোগের কমতি নেই,
সপ্নে রা ভীড় করে জীবনে-
আয়ু কমে কমে আসবে যাওয়ার দিন,
বিদায়ের পালকি টা উঠনে।
❇️❇️শুন্য হাতে হবে হায়াতের শেষ,
বুঝিস না কেন ইশারা।
🔰🔰 ওও
❇️❇️ সময় তো কেটে যায় হেলায় খেলায়,
সওদা কি নিবি মন যাবার বেলায়-
সময় তো কেটে যায় হেলায় খেলায়,
সওদা কি নিবি মন যাবার বেলায়।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment