—Mubarakbad
Mahe Ramjan—
🔰🔰মোবারক বাদ
মাহে রমজান - মাহে রমজান,
মোবারক রমজান
❇️❇️ বছর ঘুরে আসলো আবার -
রহমতেরর উঠবে ফুল,
কলবে ছড়াও নেকের নহর,
সেই নহরে ফুটবে ফুল।
✴️✴️বছর ঘুরে আসলো আবার -
রহমতেরর উঠবে ফুল,
কলবে ছড়াও নেকের নহর,
সেই নহরে ফুটবে ফুল।
💠💠তোর দিল করে নে নীল আসমান,
উঠবে প্রেমের উঠবে চাঁদ।
♻️♻️মোবারক বাদ - মোবারক বাদ,
মাহে রমজান-
মোবারক বাদ।
মোবারক বাদ -
মোবারক বাদ,
মাহে রমজান-মোবারক বাদ।
❇️❇️নাফরমানীর অগ্নি সিখায় -
ফুঁড়বি কত পিছলে হায়,
মাগফিরাতের বৃষ্টি এলো-
আয়রে মুমিন ভিজলে আয়।
✴️✴️নাফরমানীর অগ্নি সিখায় -
ফুঁড়বি কত পিছলে হায়,
মাগফিরাতের বৃষ্টি এলো-
আয়রে মুমিন ভিজলে আয়।
💠💠তোর চোখ ভিজালে ভিজবে হৃদয়,
ভিজলে ক্ষমার সুসংবাদ......
♻️♻️মোবারক বাদ - মোবারক বাদ,
মাহে রমজান-
মোবারক বাদ।
মোবারক বাদ -
মোবারক বাদ,
মাহে রমজান-মোবারক বাদ।
❇️❇️কান্ন কাটির জোয়ারে তুই,
গভির রাতে খোল দুয়ার -
সিয়াম হলো আল্লাহ তা'আলার,
নিয়ামতের মূল দুয়ার।
✴️✴️ডাক নাজাতের আসলে মুমিন,
মুছবে আঁধার হাসবে মন-
বেহেশতেরী হাওয়ায় দোলে,
খুশবু তে তোর হাসবে মন।
❇️❇️ডাক নাজাতের আসলে মুমিন,
মুছবে আঁধার হাসবে মন-
বেহেশতেরী হাওয়ায় দোলে,
খুশবু তে তোর হাসবে মন।
💠💠তুই কোরবানি তে মরজি তো,
কোরআনে হোক দিল আবার।
💠💠মোবারক বাদ - মোবারক বাদ,
মাহে রমজান-
মোবারক বাদ।
মোবারক বাদ -
মোবারক বাদ,
মাহে রমজান - মোবারক বাদ।
মোবারক বাদ -
মোবারক বাদ,
মাহে রমজান - মোবারক বাদ।
Post a Comment