নতুন ইসলামি সংগীত, allah Awal gojol lyrics, আল্লাহ আউয়াল গজল লিরিক্স,New Islamic song 2021


—আল্লাহ আউয়াল—

    🔰🔰আল্লাহ - আল্লাহ - আল্লাহ 

   আল্লাহ - আল্লাহ - আল্লাহ

           আল্লাহ 


❇️❇️তোমার কদমে রাখি সিজদাহ্ বেশুমার, 

নিবিড় প্রনয় ডুবে দিল হয় বেকারার-

তোমার কদমে রাখি সিজদাহ্ বেশুমার, 

নিবিড় প্রনয় ডুবে দিল হয় বেকারার।


❇️❇️পুত পবিত্র তুমি সামিউম বাসির..... 

  সামিউম বাসির।


💠💠আল্লাহ আউয়াল তুমি আল্লাহ আখীর,

আল্লাহ বাতীর তুমি আল্লাহ জাহির-

আল্লাহ আউয়াল তুমি আল্লাহ আখীর,

আল্লাহ বাতীর তুমি আল্লাহ জাহির। 


❇️❇️সকল কাজে দয়া হয়ে 

  সাথী তুমি প্রতিদিন, 

তুমি আমার সকল চাওয়া-

তুমি আমার সকল চাওয়া, 

   রব্বুল আ'লামীন। 


 ❇️❇️তুমি তো সব জানো,

 সব দেখো সব শুনো -

    ভেতর ও বাহির.......


💠💠আল্লাহ আউয়াল তুমি আল্লাহ আখীর,

আল্লাহ বাতীর তুমি আল্লাহ জাহির-

আল্লাহ আউয়াল তুমি আল্লাহ আখীর,

আল্লাহ বাতীর তুমি আল্লাহ জাহির। 


❇️❇️মনের ঘরে প্রেমের সুভাস, 

     তুমি গহীন অনুভব। 

তুমি আমার হাজার ভুলেও-

তুমি আমার হাজার ভুলেও,

        আস্রয় দাতা রব।


❇️❇️রিজিকে খাই বাঁচি যাই থাকি, 

সব তোমার করুণা খাতির।


💠💠আল্লাহ আউয়াল তুমি আল্লাহ আখীর,

আল্লাহ বাতীর তুমি আল্লাহ জাহির-

আল্লাহ আউয়াল তুমি আল্লাহ আখীর,

আল্লাহ বাতীর তুমি আল্লাহ জাহির। 


 ❀ ❀ সমাপ্ত ❀ ❀ 





Post a Comment

Previous Post Next Post