—এলো রমজান—
রহমের রষ্ণী নিয়ে -এলো রমজান,
এলো রমজান
সিয়ামের শুভ্রতায় জুড়াবে প্রাণ,
জুড়াবে প্রাণ।
রহমের রষ্ণী নিয়ে -এলো রমজান,
এলো রমজান
সিয়ামের শুভ্রতায় জুড়াবে প্রাণ,
জুড়াবে প্রাণ।
মুছে যাবে হৃদয়ের পাপের ধুলো,
খুলে যাবে রহমের দার গুলো -
মুছে যাবে হৃদয়ের পাপের ধুলো,
খুলে যাবে রহমের দার গুলো।
মুমিনের মানজিলে নূর বইবে অফুরান.....
এলো রমজান - এলো রমজান,
এলো রমজান - এলো রমজান।
জীবনের সব বদ আচরণ দাও ছেড়ে এই মাসে
আজকে সংযমি হও তুমি রমাজনের নির্যাসে
এই-তো সময় সুখ কুড়াবার থাকতে কবর নিবাসে...
মন পারায় পবিত্রায় সাজবে দু-জাহান।
এলো রমজান - এলো রমজান,
এলো রমজান - এলো রমজান।
রমাজন মানে নয়তো শুধু থাকা উপবাসে,
তোমার মনের শুদ্ধ রোজা
দিবে ছায়া আরশে
ঈমানদারের রোজা হবে দোজখের ঢাল শেষে..
মহান প্রভু নিজ হাতে দিবেন রোজার প্রতিদান….
এলো রমজান - এলো রমজান,
এলো রমজান - এলো রমজান-
এলো রমজান - এলো রমজান।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment