—রহমতে রমজান—
❇️❇️রোওনাকে রমজান - নেয়ামতে রমজান,
বরকতে রমজান - রহমতে রমজান-
রোওনাকে রমজান - নেয়ামতে রমজান,
বরকতে রমজান - রহমতে রমজান।
❇️❇️ তিলাওয়াত বা তাসবীহ-
ইফতার তারাবীহ,
আর সেহেরিতে দস্তরখানে-
নিয়ামতের বয়ান।
❇️❇️রোজাদার সে চেহরায়-
নূরে নূর যে চমকায়,
ইবাদাতেরই উৎসবে
সামিল সারা জাহান।
❇️❇️রমজান মেহেরবান - রমজান মেহেরবান,
রমজান মেহেরবান - রমজান মেহেরবান,
রমজান তো খুশবু ছড়ানো আলো দার ঈমান।
❇️❇️রোওনাকে রমজান - নেয়ামতে রমজান,
বরকতে রমজান - রহমতে রমজান-
রোওনাকে রমজান - নেয়ামতে রমজান,
বরকতে রমজান - রহমতে রমজান।
❇️❇️রহমের বারিশে পূর্ণ সিয়ামের মাস,
চলে ঘরে ঘরে ঈমান আমলের চাষ,
রহমের বারিশে পূর্ণ সিয়ামের মাস,
চলে ঘরে ঘরে ঈমান আমলের চাষ।
❇️❇️এক ওয়াক্তে পানাহার,
এক ওয়াক্তে পরিহার,
এক ওয়াক্তে পানাহার,
এক ওয়াক্তে পরিহার
❇️❇️এক লক্ষ বুকে এক নিয়মে-
সব রোজাদার অনন্য এক সুন্দরে
রমজান তো মহান।
❇️❇️রোওনাকে রমজান - নেয়ামতে রমজান,
বরকতে রমজান - রহমতে রমজান-
রোওনাকে রমজান - নেয়ামতে রমজান,
বরকতে রমজান - রহমতে রমজান।
❇️❇️আজানে আজানে সিজদার পরে সংবাদ,
ভাঙ্গে মুমিন মনের আায়েশই অবসাদ -
আজানে আজানে সিজদার পরে সংবাদ,
ভাঙ্গে মুমিন মনের আায়েশই অবসাদ।
❇️❇️আজ জাগছে ঈমানদার,
গায় আল্লাহু-আকবার -
আজ জাগছে ঈমানদার,
গায় আল্লাহু-আকবার।
❇️❇️প্রাণ দোলছে পেয়ে পাক গোলামির,
সুখ সমাহার অনন্য সান -
সৌকতে রমজান তো মহান
❇️❇️রোওনাকে রমজান - নেয়ামতে রমজান,
বরকতে রমজান - রহমতে রমজান-
রোওনাকে রমজান - নেয়ামতে রমজান,
বরকতে রমজান - রহমতে রমজান।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Good lyrics tanks
ReplyDeletePost a Comment