Robke Bhalobashi Lyrics, রবকে ভালবাসি লিরিক্স, By Ahmad Sabbir New Bangla Gojol 2022

   


       

       **রব কে ভালবাসি**

❇️❇️রবের প্রিয় হবো বলে নেক কাজে তে হাসি,

 গোনাহ ছেড়ে দ্বিনের পথে ফিরে ফিরে আসি।

  রবের প্রিয় হবো বলে নেক কাজে তে হাসি, 

  গোনাহ ছেড়ে দ্বিনের পথে ফিরে ফিরে আসি।


❇️❇️রবের খুশী মোদের খুশী আমরা নেকের চাষি,

 রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি.....    রবকে   ভালবাসি মোরা রবকে ভালবাসি,


 ❇️❇️ঝগড়া বিবাদ হিংসা লোভে কলস যে হয় হৃদয়,

    করলে গিবত নেক আমলের হয় শুধুই ক্ষয়।

  ঝগড়া বিবাদ হিংসা লোভে কলস যে হয়

     করলে গিবত নেক আমলের হয় শুধুই ক্ষয়।


💠💠ও মন দিলে রবকে পাওয়া যায় না কাছাকাছি, 

 রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি,  

    রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি।


❇️❇️মুচকি হেঁসে বললে কথা প্রতিবেশির সাথে, 

  সেখানে ও পূন্য ঝরে রবের ইবাদতে।

   মুচকি হেঁসে বললে কথা প্রতিবেশির সাথে, 

    সেখানে ও পূন্য ঝরে রবের ইবাদতে।


💠💠মানলে কুরআন দিলে বসে জোছনা রাশী রাশী, 

        রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি, 

   রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি।


❇️❇️রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি, 

   রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি

"রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি, 

   রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি।

"রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি,    রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি।      

  💐💐💐সমাপ্ত💐💐💐

    

1 Comments

Post a Comment

Previous Post Next Post