Sahaba Gojol lyrics | সাহাবা গজল লিরিক্স By Tahsinul Islam

 



💐আসসালাম সাহাবা💐

❇️❇️দিন কায়েমের উচু নিশানে,রয়েছে যাদের নাম লেখা..... দিন কায়েমের উচু নিশানে,রয়েছে যাদের নাম লেখা।


❇️❇️ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে- সেই হলো সাহাবা।


❇️❇️আসসালাম,আসসালাম-আসসালাম- আসসালাম,আসসালাম সাহাবা,আসসালাম সাহাবা।


💠♻️💠খন্দকে খায় বারে অহুদে বদরে,   সেই রক্তের ঘ্রান আজও হায়........দজিলা ফুরাতির জিলামির প্রান্তে,    ঢেউ দোলে আজও লাল দরিয়ায়,খন্দকে খায় বারে অহুদে বদরে, সেই রক্তের ঘ্রান আজও হায়.......দজিলা ফুরাতির জিলামির প্রান্তে,    ঢেউ দোলে আজও লাল দরিয়ায়।


❇️❇️প্রতিটি ধূলিকণা থেকে যায় শোনা.....প্রতিটি ধূলিকণা থেকে যায় শোনা,তোমাতে দেয় তারা মারহাবা।


❇️❇️আসসালাম,আসসালাম-আসসালাম- আসসালাম,আসসালাম সাহাবা,আসসালাম সাহাবা।


💠♻️💠যুগে যুগে ইসলাম উত্থান পতনে, কতো যে রক্ত স্রোত ভেসেছে....কারবালা রঞ্জিত হোসেনের রক্তে,কতো তীর তার হাতে বেধেছে-  যুগে যুগে ইসলাম উত্থান পতনে,কতো যে রক্ত স্রোত ভেসেছে....কারবালা রঞ্জিত হোসেনের রক্তে, কতো তীর তার হাতে বেধেছে।


❇️❇️ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য রাসূলের সাহাবা...


❇️❇️আসসালাম,আসসালাম-আসসালাম- আসসালাম,   আসসালাম,আসসালাম-আসসালাম- আসসালাম, 


 ❇️❇️আসসালাম সাহাবা,আসসালাম সাহাবা।

  আসসালাম সাহাবা,আসসালাম সাহাবা।

  আসসালাম সাহাবা,আসসালাম সাহাবা।

  আসসালাম সাহাবা,আসসালাম সাহাবা।


💐💐💐 সমাপ্ত 💐💐💐





Post a Comment

Previous Post Next Post