—মাটির দেহ—
ঘুম দেয়ালে সপ্ন চৌখা রাখবে না,
রঞ্জিত এই মাটির গরম থাকবে না-
ঘুম দেয়ালে সপ্ন চৌখা রাখবে না,
রঞ্জিত এই মাটির গরম থাকবে না।
আশা গুলো যাবে ভেসে-
না ফেরার এক নিগোর দেশে,
পিছন ফিরে তখন-
কেউ আর ডাকবে না।
ঘুম দেয়ালে সপ্ন চৌখা রাখবে না,
রঞ্জিত এই মাটির গরম থাকবে না-
ঘুম দেয়ালে সপ্ন চৌখা রাখবে না,
রঞ্জিত এই মাটির গরম থাকবে না।
আমার বলা জিনিস গুলো হয়ে যাবে তার,
খুললে দু-চোখ দেখি জগৎ বুঝলে পরপাড়-
আমার বলা জিনিস গুলো হয়ে যাবে পর,
খুললে দু-চোখ দেখি জগৎ বুঝলে পরপার।
নেক আমলের সদাই-পাতী,
আঁধার গৃহে আলোর বাতি-
আমি ছাড়া কেউ তো এ-সব রাখবে না।
ঘুম দেয়ালে সপ্ন চৌখা রাখবে না,
রঞ্জিত এই মাটির গরম থাকবে না-
ঘুম দেয়ালে সপ্ন চৌখা রাখবে না,
রঞ্জিত এই মাটির গরম থাকবে না।
মুছে যাবে লকব সাথে চূর্ণতা কাফরী,
এক মুহূর্তে অচল হবে জীবন নামক ঘড়ি-
মুছে যাবে লকব সাথে চূর্ণতা কাফরী,
এক মুহূর্তে অচল হবে জীবন নামক ঘড়ি।
হব সেদিন সর্ব হারা-
তিন টুকরা কাপর ছাড়া,
নকশিকাঁথা কম্বলে গা থাকবে না।
ঘুম দেয়ালে সপ্ন চৌখা রাখবে না,
রঞ্জিত এই মাটির গরম থাকবে না-
ঘুম দেয়ালে সপ্ন চৌখা রাখবে না,
রঞ্জিত এই মাটির গরম থাকবে না।
❀ ❀ সমাপ্ত ❀ ❀
Post a Comment