❤️❤️দুরুদের গান❤️❤️
💐💐💐💐💐💐💐
❇️❇️হাজারো রাত ধরে, আমার এই মন ভরে-
লিখেছি তোমারি নাম.....
গেঁথেছি প্রেম ফুলে,গেয়েছি প্রাণ খুলে-
শফেছী দরুদের খাম ✉
❇️❇️তুমি হিন এই মন, বিষাদে সারাক্ষণ -
তুমি হিন এই মন, বিষাদে সারাক্ষণ,
উদাসে থাকে অবিরাম........
💠💠সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
✴️✴️আ.......আ ........আ .......আ.......
❇️❇️আঁধারে আঁধারে ডাকা এই অন্তরে-
রাখিনি তোমাকে স্মরণ......
চটপটে এই মনে একাকি সমাগমে -
শুন্য লাগে এ জীবন।
❇️❇️তুমি হিন সবখানে কতোই অসুখ নামে-
তুমি হিন সবখানে কতোই অসুখ নামে,
ভেঙে যায় সুখ আনজাম।
💠💠সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
❇️❇️প্রণয় ফুল বাগে, রাগে অনুরাগে -
নীরবে প্রেম বুনে যাই.......
অনুপম অনুভাবে মাধুরি কলরবে-
সুখেরি ছোয়া খুঁজে পাই।
❇️❇️হৃদয়ের উতলে তুমি আছো বলে -
হৃদয়ের উতলে তুমি আছো বলে,
ওঠে তাই দরুদের গান।
💠💠সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
💠💠সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
💐💐💐সমাপ্ত 💐💐💐
Nice Nasid
ReplyDeletePost a Comment